Wellcome to National Portal
Main Comtent Skiped

এক নজরে

 

কেন্দ্রের সংক্ষিপ্ত ইতিহাস

খুলনা-সাতক্ষীরা রোডে যা আজকের খুলনা বিশ্ববিদ্যালয় সেটিই এক সময়ে খুলনা বেতার (ট্রান্সমিটার ছিল ১০ কিলোওয়াট শক্তি বিশিষ্ট) ছিল যার যাত্রা শুরু হয় ১৯৭০ সালের ৪ ডিসেম্বর। অসহযোগ আন্দোলন চলাকালে খুলনা বেতার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। ১৬ই ডিসেম্বর ১৯৭১ গ্লানিকর পরাজয়ের মুখে গল্ল¬ামারীস্থ বেতার ভবনে অবরূদ্ধ পাকিস্তানী সৈন্যরা বেতারের সব যন্ত্রপাতি ও সমস্ত টেপ বিনষ্ট করে দেয়। পরবর্তীতে দেশ স্বাধীন হবার পর বাংলাদেশ বেতার, রংপুর থেকে একটি ১ কিলোওয়াট ট্রান্সমিটার এনে বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্রের প্রচার কার্যক্রম শুরু হয়। অতঃপর ১৯ এপ্রিল ১৯৭৬ সালে একটি ১০ কিলোওয়াট ট্রান্সমিটার স্থাপন করা হয়। পরে ২৮এপ্রিল ১৯৮১ সালে ১০০ কিলোওয়াট ট্রান্সমিটার স্থাপিত হয়। বয়রাস্থ বর্তমান বেতার ভবনটির উদ্বোধন হয় ১ জুলাই ১৯৭৯ সালে।

 

অফিস পরিচিতি

 প্রথম কার্যক্রম শুরুঃ ০৪/১২/১৯৭০। স্থান ঃ গল্লামারী,খুলনা (বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয় অবস্থিত)।

ব্যবহৃত ট্রান্সমিটার ও শক্তিঃ ফিলিপস্, ১০ কিঃওঃ মধ্যম তরঙ্গ।পাক আর্মি কর্তৃক ১৭/১২/১৯৭১  তারিখে ধ্বংস হয়।

পুন: কার্যক্রম শুরু হয়ঃ ভ্যানে রাখা  ১কিঃওঃ  ট্রান্সমিটার দ্বারা  ২১/১২/১৯৭৩ তারিখ থেকে এবং জাপানের তৈরী ১০কিঃওঃ ঘঊঈ ট্রান্সমিটার দ্বারা ১৯/০৪/১৯৭৬ তারিখ থেকে । (২৫/১১/১৯৭৮ তারিখে ১ কিঃওঃ ট্রান্সমিটার রাজশাহীতে প্রেরণ এবং ০২/০৭/১৯৮৩ তারিখে ১০কিঃওঃ  ট্রান্সমিটারটি এইচ,পি,টি-১,সাভার,ঢাকায় প্রেরণ করা হয়)।

প্রচার ভবনঃ খান এ সবুর রোড, নূরনগর, বয়রা, জিপিও-৯০০০,

উদ্বোধনঃ ০১/০৭/১৯৭৯।

জমির পরিমানঃ অফিস ২.৬৯ একর এবং আবাসিক ২.০০ একর।

*ভবনসমূহঃ প্রশাসনিক ভবন ১টি, ষ্টুডিও ভবন ১টি, টেকনিক্যাল ব্লক ভবন ১টি, এফ,এম ভবন ১টি, সাব-ষ্টেশন ভবন ১টি, জেনারেটর ভবন ১টি, পুলিশ ব্যারাক ভবন ১টি, গাড়ী গ্যারেজ ভবন ২টি, পাম্প হাউজ ভবন ২টি, অভ্যর্থনা ও ক্যান্টিন ভবন ১টি, এসিপি ভবন ১টি, পুলিশ সেন্ট্রি পোষ্ট ৩টি।           

ভৌগলিক অবস্থানঃ ৮৯.৩২ক্ক  পূর্ব দ্রাঘিমাংশ  ও ২২.৪৯ক্ক  উত্তর অক্ষাংশ। ১০০ কি:ও: মধ্যম তরঙ্গ ট্রান্সমিটারটি উচ্চ শক্তি প্রেরণ কেন্দ্র-৩, নওয়াপাড়ায় যশোরে অবস্থিত। উদ্বোধন ২৮ এপ্রিল, ১৯৮১। ফ্রিকোয়েন্সী ৫৫৮ কিলোহার্জ। উক্ত ট্রান্সমিটার দ্বারা বাংলাদেশ বেতার,খুলনা কেন্দ্রের অনুষ্ঠান প্রচার ভবন থেকে ঝঞখ-এর মাধ্যমে সম্প্রচার করা হয়। উক্ত ১০০ কি:ও: (ঘঊঈ)  ট্রান্সমিটারটি ব্যবহার অনুপযোগী হলে গত ০৬/০৪/২০০৮ তারিখে ১টি ১০০ কি:ও: (জওত, ঈজঙঅঝওঅ ) মধ্যম তরঙ্গ ট্রান্সমিটার পুনঃস্থাপন করা হয়।

 

বর্তমান কার্যক্রমের বিবরণ

            ১০০ কি:ও: মধ্যম তরঙ্গ ট্রান্সমিটারটি উচ্চ শক্তি প্রেরণ কেন্দ্র-৩, নওয়াপাড়ায় যশোরে অবস্থিত। ফ্রিকোয়েন্সী ৫৫৮ কিলোহার্জ। উক্ত ট্রান্সমিটার দ্বারা বাংলাদেশ বেতার,খুলনা কেন্দ্রের অনুষ্ঠান প্রচার ভবন থেকে ঝঞখ-এর মাধ্যমে সম্প্রচার করা হয়।

 

            এছাড়া, ১০ কিলোওয়াট , ৫ কিলোওয়াট ও ১ কিলোওয়াট এফ এম ট্রান্সমিটার-এর মাধ্যমে যথাক্রমে ফ্রিকুয়েন্সী  ৮৮.৮ মেগাহার্জ, ৯০.০ মেগাহার্জ ও ১০২.০ মেগাহার্জ এবং ১০০.৮(নওয়াপাড়া) মেগাহার্জে  অনুষ্ঠান প্রচার করা হচ্ছে।

 

বর্তমান অধিবেশন প্রচার

 *এ এম অনুষ্ঠান ঃ            প্রথম অধিবেশন ঃ সকাল ০৬-৩০মিঃ থেকে সকাল ১০-০০মিঃ(শীত কালীন)

                                                      এবং সকাল ০৬-০০মিঃ থেকে সকাল ১০-০০মিঃ(গ্রীষ্ম কালীন)

                                        দ্বিতীয় অধিবেশন ঃ সকাল ১১-৫৯মিঃ থেকে রাত ১১-১৫মিঃ।                

             

* এফ এম অনুষ্ঠান ঃ (১কিঃওঃ হ্যারিস এফ,এম,ট্রান্সমিটার) ফ্রিকুয়েন্সী  ১০২.০ মেগাহার্জ। (এ এম -এর নির্ধারিত অনুষ্ঠান। )

                           (নিজস্ব ও ঢাকা রীলে ) সকাল ০৬-৩০মিঃ থেকে সকাল ১০-০০মিঃ(শীত কালীন)

                                                 এবং সকাল ০৬-০০মিঃ থেকে সকাল ১০-০০মিঃ(গ্রীষ্ম কালীন)

                                                                     দুপুর ০২-৩০মিঃ থেকে রাত ১১-১৫মিঃ।

 

* বিবিসি অনুষ্ঠান ঃ (১০কিঃওঃ এফ,এম,ট্রান্সমিটার) ফ্রিকুয়েন্সী  ৮৮.৮ মেগাহার্জ।

                                                সকাল     ঃ  ০৬-৩০মিঃ থেকে ০৭-০০মিঃ।

                                                সকাল     ঃ  ০৭-৩০মিঃ থেকে ০৮-০০মিঃ।

                                                রাত       ঃ  ০৭-৩০মিঃ থেকে ০৮-০০মিঃ।

                                                রাত       ঃ  ১০-৩০মিঃ থেকে ২৩-০০মিঃ।

 

* ঘঐক অনুষ্ঠানঃ                রাত       ঃ  ০৯-০০মিঃ থেকে ০৯-৪৫মিঃ।

 

* এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান ঃ (০৫কিঃওঃ এফ,এম, ট্রান্সমিটার) ফ্রিকুয়েন্সী  ৯০.০ মেগাহার্জ

                                                সন্ধ্যা ০৭-৩০মিঃ থেকে রাত ১১-০০মিঃ।

 

                           (১০কিঃওঃ এফ,এম,ট্রান্সমিটার, নওয়াপাড়া) ফ্রিকুয়েন্সী ১০০.৮ মেগাহার্জ। (এ এম -এর নির্ধারিত অনুষ্ঠান। )

                                                দুপুর ০২-৩০মিঃ থেকে রাত ১১-১৫মিঃ।