Wellcome to National Portal
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
খুলনা
বিস্তারিত

খুলনা জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
 
 
Jump to navigationJump to search
খুলনা জেলা
জেলা
নাম: জাহানাবাদ
বাংলাদেশে খুলনা জেলার অবস্থান
বাংলাদেশে খুলনা জেলার অবস্থান
স্থানাঙ্ক: ২২°২১′ উত্তর ৮৯°১৮′ পূর্বস্থানাঙ্ক২২°২১′ উত্তর ৮৯°১৮′ পূর্ব | OSM মানচিত্র উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশ  বাংলাদেশ
বিভাগ খুলনা বিভাগ
আয়তন
 • মোট ৪৩৯৪.৪৫ কিমি(১৬৯৬.৭১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ [১])
 • মোট ২৩,১৮,৫২৭
 • ঘনত্ব ৫৩০/কিমি (১৪০০/বর্গমাইল)
স্বাক্ষরতার হার
 • মোট ৪৩.৯%
সময় অঞ্চল বিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড ৯০০০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
৪০ ৪৭
ওয়েবসাইট প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

খুলনা জেলা (খুলনা জিলা নামেও পরিচিত) হল বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি প্রশাসনিক এলাকা। এটি খুলনা বিভাগে অবস্থিত।

অবস্থান ও আয়তন[সম্পাদনা]

খুলনা জেলার উত্তরে যশোর ও নড়াইল জেলা; দক্ষিণে বঙ্গোপসাগর; পূর্বে বাগেরহাট জেলা এবং পশ্চিমে সাতক্ষীরা জেলা রয়েছে।[২] এর আয়তন ৪৩৯৪.৪৫ কিমি²।

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

খুলনা জেলার উপজেলাগুলি হল -

ভৌগলিক অবস্থান ও জলবায়ু[সম্পাদনা]

খুলনা জেলার অবস্থান বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে। এই জেলার জলবায়ু নাতিশীতোষ্ণ।

নদ-নদী[সম্পাদনা]

খুলনা জেলায় রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক নদী। এখানকার নদীগুলো হচ্ছে রূপসা নদীভৈরব নদশিবসা নদীপশুর নদীকপোতাক্ষ নদনবগঙ্গা নদীচিত্রা নদীপশুর নদীআঠারোবাঁকি নদীভদ্রা নদী, বুড়িভদ্রা নদী, শৈলমারী নদীকাজিবাছা নদীডাকাতিয়া নদীশাকবাড়িয়া নদী, কাঁকরী নদী, ঝপঝপিয়া নদীতেলিগঙ্গা-ঘেংরাইল নদীঅর্পণগাছিয়া নদী, কুঙ্গা নদী, মারজাত নদী, মানকি নদী, বল নদী, নলুয়া নদী, ঘনরাজ নদী।[৩][৪][৫]

শিক্ষা[সম্পাদনা]

খুলনা, যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন। এই বোর্ডে জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষা গৃহীত হয়ে থাকে।

খুলনায় একটি প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, একটি সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয় ও একটি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে। এখানকার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য রয়েছেঃ

অর্থনীতি[সম্পাদনা]

মূলত কৃষির পাশাপাশি শিল্প নির্ভর অর্থনীতি গড়ে উঠেছে এখানে। এখানে রয়েছে সাদা সোনা খ্যাত চিংড়ি মাছ উৎপাদন কেন্দ্র, জুট মিল, লবন ফ্যাক্টরি, বাংলাদেশের বাসমতী 'বাংলামতি' ধান উৎপাদন প্রভৃতি।

পর্যটন স্থান[সম্পাদনা]

স্থানীয় পত্র-প্রত্রিকা[সম্পাদনা]

খুলনা থেকে যে সমস্ত প্রত্রিকা প্রকিাশিত হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলঃ দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক সময়ের খবর, দৈনিক জন্মভূমি, দৈনিক অনির্বাণ, দৈনিক খুলনাঞ্চল, খুলনা নিউজ ডট কম ইত্যাদি।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]